রিফাত হত্যা: মালামাল ক্রোকের ভয়ে ৪ আসামির আত্মসমর্পণ

  © ফাইল ফটো

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার সকালে বরগুনা নারী ও শিশু আদালতে আত্মসমর্পণ করেন তারা। বাড়ির মালামাল ক্রোকের ভয়ে তারা আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

তাদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আত্মসমর্পণ করা চার আসামি হলেন- প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, অপ্রাপ্তবয়স্ক দুই নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, তিন নম্বর আসামি আবু আবদুল্লাহ রায়হান এবং ১২ নম্বর আসামি প্রিন্স মোল্লা।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টায় প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজগেটের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কোপানো হয়। গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ২৭ জুন বরগুনা থানায় মামলা করেন। মামলার মূল আসামী নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ