রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিতে স্কুল সভাপতি নিহত

  © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগ নেতা ওমর ফারুককে (৩০) কে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী ওমরকে খুব কাছ থেকে গুলি করে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

নিহত যুবলীগ নেতা ওমর ফারুক ওই এলাকার জমিদার আব্দুল মুনাফ ওরফে মোনাফ কোম্পানির কনিষ্ঠ ছেলে। তিনি হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড শাখার সভাপতি ও জাদিমুড়া এম.আর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন।

বিক্ষোভ করছে স্থানীয়রা

নিহতের পিতা জানান, কোন কারণ ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে খুন করেছে। এসময় ওমর বাড়ি থেকে বের হয়ে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। অতর্কিতে অস্ত্রধারীরা সেখানে গিয়ে তাকে টেনেহিচড়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।


সর্বশেষ সংবাদ