অপারেশন থিয়েটারে প্রসূতিকে চড়-থাপ্পড়, ডেলিভারির পর গোপনাঙ্গে সুই-সুতা রেখে সেলাই!

  © সংগৃহীত

রংপুরে সন্তান প্রসবের পর এক প্রসূতির গোপনাঙ্গের ভেতর সুই-সুতা রেখেই সেলাই করে দিয়েছে চিকিৎসক। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গত দুই দিন ধরে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছেন ওই প্রসূতি। প্রসূতির নাম আফরোজা বেগমে (১৯)। সে উপজেলার পানবাজার এলাকার আমিনুর রহমানের মেয়ে। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রসূতির স্বজনরা।

ভূক্তোভোগী প্রসূতির খালাশাশুড়ি রনজিনা আক্তার জানান, তার স্বামী তানজিদ পেশায় একজন অটোরিকশা চালক। গত মঙ্গলবার আফরোজার প্রসব ব্যাথা উঠলে বিকেল ৩টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাত পৌনে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। স্বাভাবিক ডেলিভারির জন্য আফারোজার গোপনাঙ্গ কেটে কন্যা সন্তান প্রসবের পর রাত সাড়ে ১১টার দিকে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

এদিকে অপারেশনের পর থেকেই অসহ্য ব্যথায় ছটফট করতে থাকেন আফরোজা। শুরু হয় রক্তক্ষরণ। এক পর্যায়ে বিষয়টি চিকিৎসককে জানালে তারা বৃহস্পতিবার সকালে এক্সরে করার পরামর্শ দেয়। তাদের পরামর্শে মেডিকেলের বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এক্সরে করালে আফরোজার গোপনাঙ্গের ভেতর সুই-সুতা পাওয়া যায়।

আফরোজার নানীশাশুড়ি রেজিয়া বেগম অভিযোগ করে বলেন, 'অপারেশন থিয়েটারে কোনো চিকিৎসক তার অপারেশন করেনি। নার্স দিয়ে অপারেশন করা হয়েছে। এ সময় আফরোজা ব্যাথায় ছটফট করতে থাকলে তাকে চড়-থাপ্পড়ও মারেন কর্তব্যরত নার্সরা।'

ভূক্তভোগী আফরোজা বলেন, 'ব্যাথায় ছটফট করলেও কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা তার কথা শোনেনি। উল্টো অপারেশন থিয়েটারেই তাকে চড়-থাপ্পড় মারে কর্তব্যরত নার্সরা।'

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন সুলতানা লাকী বলেন, 'ভুলক্রমে এটা হয়েছে। রোগীর সুচিকিৎসায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

এ বিষয়ে জানতে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদের কক্ষে গেলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান অফিস সহায়ক।


সর্বশেষ সংবাদ