স্কুলছাত্র শুভ হত্যায় মূল আসামিসহ গ্রেফতার ৪

টঙ্গীর বিসিক ফিউচার ম্যাপ স্কুলের নবম শ্রেণির স্কুলছাত্র শুভ আহমেদ (১৪) হত্যা মামলার প্রধান আসামিসহ চার কিশোর গ্যাং গ্রুপের সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাব-১’র সদস্যরা। বৃহস্পতিবার বিকালে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি ব্যাব-১-’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- প্রধান আসামি মৃদুল হাসান পাপ্পু ওরফে পাপ্পু খান (১৭), সাব্বির আহম্মেদ (১৬), রাব্বু হোসেন (১৮) ও নূর মোহাম্মদ রনি (১৬)।

র‌্যাব-১ জানায়, গত ৭ জুলাই বিসিক এলাকায় আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে বুকে, পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে ফিউচার ম্যাপ স্কুলের ছাত্র শুভ আহমেদকে খুন করে পালিয়ে যায় খুনিরা। পরে ৮ জুলাই টঙ্গী পূর্ব থানায় নিহতের বাবা রাজু আহম্মেদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


সর্বশেষ সংবাদ