রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ, তরুণ-তরুণীসহ আটক ১১

  © সংগৃহীত

রেস্টুরেন্ট খাওয়ার জায়গা হিসেবে পরিচিত থাকলেও ইদানীং অসামাজিক কাজের জায়গা হিসেবে বেশ আলোচনায় এসেছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মধ্যে ছোট ছোট খুপরি ঘরের মতো বানিয়ে তা কিছু বিপথগামী তরুণ-তরুণীর অসামাজিক কার্যকলাপের জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন রেস্টুরেন্টে খেতে আসা সাধারণ মানুষ।

এমনি এক ঘটনায় তিনটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয় তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এছাড়াও রেস্টুরেন্টের ভেতরে অসামাজিক কাজের জন্য রুম ভাড়া দেয়ায় হোটেল ম্যানেজারসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলার তাজমহল সংলগ্ন এলাকায়।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সলিমুল্লাহ বলেন, পেরাব এলাকায় বাংলার তাজমহল সংলগ্ন বিভিন্ন রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগের ভিত্তিতে রোববার বন্ধু, মমতা ও রাজকন্যা নামে তিনটি রেস্টুরেন্টের গোপন কক্ষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয় তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। এছাড়া অনুমোদন ছাড়া রুম ভাড়া দেয়ায় হোটেল ম্যানেজারসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, রেস্টুরেন্ট গুলোতে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চলছে। উপজেলার আইনশৃঙ্খলা সভায় জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শীপলু এ বিষয়টি বারবার তুলে ধরলেও রহস্যজনক কারণে প্রশাসন বিষয়টি এড়িয়ে আসছিল। অবশেষে রোববার পুলিশ তিনটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে।


সর্বশেষ সংবাদ