গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেবে সরকার

  © ফাইল ফটো

সরকার দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারীর মর্যাদা দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ (২৮ জুন) রবিবার নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে ১০২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণকালে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা করছে। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আলোচনা করা হবে।

প্রতিমন্ত্রী গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১৮ ডিসেম্বর সরকারি চাকরিবিধি অনুযায়ী দফাদার পদধারী দেশের গ্রাম পুলিশকে জাতীয় বেতন স্কেলের ১৯তম গ্রেড এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে (পে-স্কেল) উন্নীত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০২০ সালের (মুজিববর্ষ) গত মার্চের মধ্যে গ্রেডে উন্নীত করার বিষয়টি কার্যকর করে প্রতিবেদন দিতে বলা হলেও তা এখনো কার্যকর হয়নি।


সর্বশেষ সংবাদ