৫ হাজার কর্মী নিয়োগ দেবে আলিবাবা

  © ফাইল ফটো

চলতি বছরে বিশ্বজুড়ে ৫ হাজারেরও বেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে আলিবাবা গ্রুপ। করোনাভাইরাসের পরিস্থিতিতে চাকরি হারানোর শঙ্কা যখন সবখানে, ঠিক সেসময়ই এ সুখবর জানাল প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিষ্ঠানটির ক্লাউড বিভাগ বিশ্বজুড়ে পাঁচ হাজারের বেশি কর্মী এ আর্থিক বছরেই নিয়োগের পরিকল্পনা করেছে। নেটওয়ার্ক, ডেটাবেইস, সার্ভার, চিপ ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ক্ষেত্রগুলোয় কর্মী নিয়োগ করা হবে।

আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আলিবাবার আর্থিক বছর চলবে। অর্থাৎ, আগামী বছরের মার্চ মাস নাগাদ পাঁচ হাজার কর্মী ক্লাউড প্রযুক্তিতে নিয়োগ করবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্সের প্রেসিডেন্ট জেফ জাং বলেছেন, চীনে ব্যবসায়ের ডিজিটাল রূপান্তরের যে যাত্রা তিন থেকে পাঁচ বছরের জন্য প্রত্যাশিত ছিল, এখন তা এক বছরের মধ্যেই সম্পন্ন করার জন্য গতি বাড়বে। সামনে পূর্ণগতিতে চলার জন্য আমরা বিশ্বস্ত ক্লাউড প্রযুক্তি ও সেবা গড়ার পাশাপাশি বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতের মেধাবীদের পেছনে বিনিয়োগ করছি।


সর্বশেষ সংবাদ