তিন ব্যাংকে নিয়োগ পেলেন ৫৬৪ জন (তালিকা)

  © ফাইল ফটো

চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে সমন্বিতভাবে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মোট ৫৬৪ জন শূন্যপদে নিয়োগ পেয়েছেন বলে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ‘অফিসার(ক্যাশ)’ এর ৫৬৪টি শূন্য পদে সমন্বিতভাবে দ্বিতীয় পর্যায়ে এ নিয়োগ দেয়া হয়। নিয়োগের পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পাদন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। পরের বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলে মৌখিক পরীক্ষা। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তালিকা হতে মেধাক্রম এবং প্রার্থীদের পছন্দের ক্রমের ভিত্তিতে দ্বিতীয়ধাপে এ নিয়োগ দেয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ