১৩ মার্চ গণসমাবেশ করবে ৩৫ প্রত্যাশীরা

সরকারি চাকরিতে প্রবেশেরে বয়সসীমা ৩৫ করাসহ ৪ দাবিতে গণ সমাবেশের ডাক দেয়া হয়েছে। আগামী ১৩ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে যোগ দিবে ৩৫ প্রত্যাশীরা। বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের সঙ্গে সমাবেশে যোগ দেবে বাংলাদেশ ছাত্র পরিষদ, জাতীয় যুবকল্যাণ ঐক্য পরিষদ, বেকার মুক্তি আন্দোলন।

সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৩ই মার্চের সমাবেশে আমাদের সঙ্গে মুজিব বর্ষকেও উদযাপন করা হবে। মুজিব বর্ষে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ আমাদের ৪ দফা দাবি মেনে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীকে অবগত করতে চাই।

তিনি আরও বলেন, আমরা চাই মুজিব বর্ষে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বেকার মুক্ত হোক । তাঁদের দীর্ঘ দিনের দাবি ৩৫ সহ ৪ দফা বাস্তবায়ন হোক । বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে মুজিব বর্ষেই ৩৫ সহ ৪ দফা দাবি পূরণ করা অতিব জরুরি। তাছাড়া কিছুতেই মুজিব বর্ষ সফল হবে না । মুজিব বর্ষ সফল করতে হলে বেকার ও শিক্ষিত যুব সমাজের প্রাণের দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে।


সর্বশেষ সংবাদ