‘মাদকসেবীরা সরকারি চাকরি পাবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো মাদকসেবী আর সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবে না। এখন থেকে চাকরিতে প্রবেশের আগে ডোপ টেস্ট আবশ্যিক করা হয়েছে।’ শনিবার চুয়াডাঙ্গার নতুন দর্শনা থানার উদ্বোধন ও ৯০ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন।

মাদকাসক্তদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, ‘যারা মাদক ব্যবসা ছাড়বে না তাদের জেলে যেতে হবে। নতুবা চরম পরিণতি ভোগ করতে হবে। আমরা কঠোর অবস্থানে থাকতে চাই। প্রত্যেককে নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা কার সঙ্গে মিশছে, মাদক নিচ্ছে কিনা।

জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ৯০ জন মাদক ব্যবসায়ী মন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে নতুন জীবনে স্বাগত জানানো হয়।

সমাবেশে সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি, আলী আজগার টগর এমপি, শফিকুল আজম খান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ