হাইকোর্টে আটকে গেল ১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগ

  © ফাইল ফটো

আটকে গেল বহুল প্রতিক্ষিত কৃষি সম্প্রসারণ অধিদফতরে এক হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের ফলাফলে স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) জারি করেছেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের ফলে এই নিয়োগ আটকে গেল।

নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশ চেয়ে আদালতে করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আইনজীবী এস এম মাহিদুল ইসলাম আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন দোলন।

২০১৮ সালের ১৭ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদফতর ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।


সর্বশেষ সংবাদ