চাকরি না খুঁজে দেওয়ার চিন্তা করতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যের পেছনে না ছুটে কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যাবে, অন্যের দুয়ারে চাকরি ভিক্ষা না করে নিজে কিভাবে চাকরি দিতে পারি- সেই ভাবনা, চিন্তা-চেতনা নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমরা যে বহুমুখী সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এই সুযোগের সদ্ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াতে হবে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় যুব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব সময় এটা চিন্তা করতে হবে, আগে দেখতে হবে যে আমি নিজে কী করতে পারি। নিজে কতটুকু কাজ করতে পারি। মানুষকে কিছু দিতে পারি কিনা সেটাই বড় কথা। আমি চাকরি করব কেন, আমি আরো দশটা চাকরি দেব।’

তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। পৃথিবীর যেকোনো দেশের চেয়ে আমাদের ছেলেমেয়েরা মেধাবী। একটু পদক্ষেপ নিলেই অনেক বড় বড় কাজ তারা করতে পারে এই বিশ্বাস আমার আছে। চাকরি না করে চাকরি দেব, চাকরি দেবার সক্ষমতা অর্জন করব বা চাকরি দিতে পারব এই চিন্তাটা মাথায় থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মমর্যাদাবোধ থাকতে হবে। সেটা থাকলে আমার তো মনে হয় বাংলাদেশে কেউ আর বেকার থাকবে না।’

শেখ হাসিনা বলেন, ‘দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্ন পূরণ করব।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব মন্ত্রণালয়ের সচিব মো.আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ