দেশব্যাপী স্মারকলিপি প্রদান ৩৫ প্রত্যাশীদের, কর্মসংস্থান দাবি

ঢাকায় স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় কমিটি
ঢাকায় স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় কমিটি

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া জন্য সারাদেশের বেশ কয়েকটি জেলাতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনকারীরা। এসময় ৪ দফা দাবির সঙ্গে দেশজুড়ে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিশেষ দাবি সংযোজন করা হয়।

গতকাল রবিবার (২০ জানুয়ারি) থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে প্রধানমন্ত্রী বরাবর দেশব্যাপী স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়। এছাড়া আজকেও দেশের বিভিন্ন জেলাতেও স্মারকলিপি দেওয়া হয়েছে। সংগঠনটির প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব বিষয়ে নিশ্চিত করেছেন।

মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ চেয়ে দেশর অধিকাংশ জেলাতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসব দাবি আদায়ের লক্ষে আমরা বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচি করে আসছি।

তিনি বলেন, সরকার যদি এমন শান্তিপূর্ণ কর্মসূচির পরেও ২৮ লক্ষ শিক্ষিত যুব সমাজকে কোন প্রকার সাড়া না দেয় তবে দেশব্যাপী অতি শিগগিরই যুব গণঅভ্যুত্থানের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ্‌। সরকারকে এটাও বলে দিচ্ছি যে, যুব সমাজে একবার জেগে উঠলে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ।

জেলায় জেলায় স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা

দীর্ঘদিন যাবত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সর্বশেষ গত শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅনশন শুরু করেন করেন আন্দোলনকারীরা। এরপর আমরণ অনশন, সার্টিফিকেট পোড়ানোসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এসব কর্মসূচীতেও নীতিনির্ধারণী মহল থেকে কোন সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ আন্দোলনকারীদের।

জেলায় জেলায় স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা

তাদের ৪ দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। এছাড়া এ ৪ দফার সঙ্গে দেশব্যাপী বেকারদের কর্মসংস্থান সৃষ্টির বিশেষ দাবি সংযোজন করেছে আন্দোলনকারীরা।

স্মারকলিপি

দেশব্যাপী স্মারকলিপি প্রদানকারী জেলা ও কেন্দ্রীয় সমন্বয়করা হলেন- সুরাইয়া ইয়াসমিন (ঢাকা), রেশমা আক্তার (ঢাকা), সজীব আহমেদ, (গাজীপুর) উজ্জল সরকার (নেত্রকোনা), মুসাদ্দেক আলী রাসেল (কিশোরগঞ্জ), নাজিম উদ্দিন (সিলেট), দোলন বাসক (বগুড়া), আবু সায়েদ (ময়মনসিংহ), জাকির হোসেন (ময়মনসিংহ), প্রশান্ত কুমার (বরিশাল), কামরুল হাসান (মৌলভীবাজার), জাহিদুল ইসলাম (নাটোর), হ্যাপী আক্তার (রংপুর), দিলিপ কুমার (দিনাজপুর), দিলিপ কুমার (দিনাজপুর), সুমন ইসলাম (পঞ্চগড়), জাকিরুল ইসলাম (ঠাকুরগাঁও), মনিরুজ্জামান (ঠাকুরগাঁও), তওসিফ( নোয়াখালী), রাজেশ মহাজন (চট্টগ্রাম), শাকিরুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া), বিলকিস আক্তার (বাগেরহাট), মিজবা মিরু (কক্সবাজার), গাজী মাসুদ (চাঁদপুর)।

আন্দোলনকারী বলছেন, বর্তমান সরকারের ইশতিহার অনুযায়ী তাঁরা ক্ষমতায় আসলে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন ‘৩৫’ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়ে তোমাদের দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় যে কোন প্রকার সিদ্ধান্ত না জানিয়ে ৪১তম বিসিএসের সার্কুলার দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যার কারণে দেশব্যাপী লক্ষাধিক ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী ক্ষুদ্ধ হয়ে পড়েছে।


সর্বশেষ সংবাদ