সহকারী পরিচালক পদে ১৮৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

  © সংগৃহীত

সহকারী পরিচালক (সাধারণ) পদে ১৮৮ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক। রোববার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর।     

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে। ন্যূনতম দুইটি প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট অগ্রহণযোগ্য।  

০১-১২-২০১৯ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর হলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। আবেদন করার পর CV Identification Number, Tracking Number ও পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। প্রিলি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রার্থীদের অংশগ্রহণ করতে হবে।

বেতন ও সুবিধাদি 

চূড়ান্তভাবে নির্বাচিত সহকারী পরিচালক (সাধারণ) ২২ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করা যাবে https://erecruitment.bb.org.bd/onlineapp/openpdf.php এই লিংক থেকে।


সর্বশেষ সংবাদ