পরিচ্ছন্নতাকর্মীর পদে ৭ হাজার ইঞ্জিনিয়ারের আবেদন

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন গ্রেড-১ পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানেই আবেদন করে বেকারত্বের জ্বালা মেটালেন ৭ হাজার ইঞ্জিনিয়ার।

ডিপ্লোমা ও স্নাতক পরীক্ষায় পাস করা অনেকেই আবেদন করেছেন তার মধ্যে অনেকেই নিজস্ব সংস্থার মালিক। তবুও সরকারী চাকরির জন্য তারাও এই আবেদন করেছেন।

আরও একটি কারণে এত বেশি পরিমাণ মানুষ পরিচ্ছন্নতাকর্মীর পদের জন্য আবেদন করছেন বলে জানালেন কর্মকর্তারা। সরকারী পরিচ্ছন্নতাকর্মী হিসাবে যোগ দিলে সকালে তিন ও বিকেল তিন ঘন্টা কাজ করলেই চলবে। ফলে মাঝের সময়টাতে অন্য কোনও কাজ করার ক্ষেত্রেও বাধা থাকবে না। রোজ ছয় ঘন্টা কাজ করলেই মাসের শেষে মিলবে ২০ হাজার টাকা মাইনে।

সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, নেহাতই স্থায়ী চাকরির আশায় একের পর এক আবেদন জমা পড়েছে। তারা আরও জানিয়েছেন, স্নাতক হওয়ার পরও একটা বড় অংশের ছাত্র-ছাত্রী কোনও চাকরি পাননি। যার জেরে বাধ্য হয়েই পরিচ্ছন্নতাকর্মী হিসাবে চাকরি পাওয়ার জন্য আবেদন করেছেন তারা।

জুতসই চাকরি না পাওয়ার জন্যই তারা পরিচ্ছন্নতাকর্মীর পদে আবেদন করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন আবেদনকারীরা।


সর্বশেষ সংবাদ