অতিরিক্ত সচিবে পদোন্নতি পেলেন ১৫৬ কর্মকর্তা

  © টিডিসি ফটো

পদোন্নতির মাধ্যমে ১৫৬ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে নিয়োগ প্রধান করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তা জানানো হয়েছে।

প্রশাসনে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১২২টি। সেখানে নতুনদের নিয়ে অতিরিক্ত সচিবের সংখ্যা হল ৬০৯ জন।

এর আগে গত ১৬ জুন ১৩৬ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতির দিয়েছিল সরকার।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১৫৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের পদায়ন করা হয়নি।

আওয়ামী লীগ এবার সরকার গঠনের পর প্রশাসনে এটাই প্রথম অতিরিক্ত সচিব পদে বড় ধরনের পদোন্নতি।


সর্বশেষ সংবাদ