শিক্ষামন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের অনশন স্থগিত

  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ড. দীপু মনির আশ্বাসে আমরণ অনশন কর্মসূচী স্থগিত করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে ফোনে কথা বলে তাদের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এম এ খায়ের বলেন,  নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চলমান অন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্য়ায় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি নন- এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে টেলিফোনে কথা বলেছেন।

তিনি বলেন, আলোচনার প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর সন্ধ্যা ৬ টায় ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত হয় এবং ২০ তারিখ পর্যন্ত ফেডারেশন ঘোষিত আমরণ অনশণ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।


সর্বশেষ সংবাদ