শিক্ষক ফেডারেশনের নির্লিপ্ততায় সদস্যপদ প্রত্যাহার নোবিপ্রবির

শিক্ষকদের অধিকার ও কর্তব্য সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের বিরুদ্ধে রহস্যপূর্ণ নির্লিপ্ততা ও নীরবতা প্রদর্শনের অভিযোগ  এনেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। এই অভিযোগে ফেডারেশন থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে তারা।  মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাঠানো বিজ্ঞপ্তি এ বিষয়ে জানা গেছে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়েল শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা নিয়ে শিক্ষকদের মধ্যে অস্থিরতা, আশঙ্কা ও ক্ষোভ বিরাজ করলেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এক রকম রহস্যপূর্ণ নির্লিপ্ততা ও নীরবতা প্রদর্শন করে আসছে। এমতাবস্থায় নোবিপ্রবি শিক্ষক সমিতি ধৈর্যচ্যুত হয়ে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে।

সদস্যপদ প্রত্যাহারের আবেদন

 

 


সর্বশেষ সংবাদ