৩৭তম বিসিএস: আরও ১১৩ জনকে নন-ক্যাডারে নিয়োগ

৩৭ তম বিসিএস থেকে বিভিন্ন পদে ১১৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

তিনি বলেন, ১১৩ জনের মধ্যে ১৫ জনকে প্রথম শ্রেনীর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে এবং ৯৮জনকে দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসাবে নিয়োগ জন্য সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় শ্রেনীর নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

পিএসসি গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল। তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার হতে পারেননি, তাদের মধ্য থেকেই প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগ দেয়া হয়। ৩১তম বিসিএস থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

উত্তীর্ণ হওয়ার পরও ক্যাডার না পেলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।

এর মাধ্যমে ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেয়া হলো।


সর্বশেষ সংবাদ