নিষিদ্ধ হাতঘড়ি, ওএমআর পূরণের নিয়ম জানাল অধিদপ্তর

আর মাত্র ৮দিন। এরপরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু। এবার প্রার্থী বেশি থাকায় ৪ ধাপে নিয়োগ পরীক্ষা হবে; যা ২৪ মে দিয়ে শুরু হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ৩১ মে, তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২১ জুন এবং সর্বশেষ চতুর্থ ধাপের পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে।

প্রার্থীরা স্ব স্ব প্রবেশপত্র পরীক্ষা গ্রহণের ৫ দিন আগ থেকে তথা ১৯ মে থেকে (admit.dpe.gov.bd) ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট ঘন্টাব্যাপী ৮০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এদিকে পরীক্ষায় ওএমআর কীভাবে পূরণ করতে হবে- তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি মতে, পরীক্ষার হলে যে কোনো ধরণের হাতঘড়ি নিষিদ্ধ। সেই সঙ্গে ক্যালকুলেটর, পার্স ও মোবাইলসহ ইলেক্ট্রনিক সব জিনিস নিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সেই সঙ্গে জানিয়েছে, পরীক্ষার হলে কী কী নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিটি নিচে দেখুন-


সর্বশেষ সংবাদ