ফের নতুন দল গঠনের ঘোষণা দিলেন মাহাথির মোহাম্মদ

  © ফাইল ফটো

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেও দলটির নাম প্রকাশ করেন নি মাহাথির। তবে দলটি মালয়ভিত্তিক হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে দলটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন তারই ছেলে দাতুক সেরি মুখরিজ বিন মাহাথির।

এর আগে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে থাকলেও ২০১৮ সালে নতুন দল গঠনের মাধ্যমে ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ। তবে বেশিদিন টিকতে পারেননি তিনি। রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে অবাক করে দেন সবাইকে। এরপর রাজনৈতিক ধরাশায়ী হয়ে তার দলের মন্ত্রী মহিউদ্দীন ইয়াসিন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে তার গঠন করা রাজনৈতিক দল বেরসাতু থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগপত্র চ্যালেঞ্জ করলেও আর ফিরে যেতে পারেননি দলের চেয়ারম্যানের পদে। শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ৯৬ বছর বয়সী এ রাজনীতিবিদ।


সর্বশেষ সংবাদ