০২ আগস্ট ২০২০, ১৮:৩০

করোনায় আক্রান্ত অমিত শাহ, হাসপাতালে ভর্তি

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রবিবার তিনি নিজেই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টুইট করে তিনি লিখেছেন, প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজেটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

অমিত শাহ জানিয়েছেন, তাঁর কোনও অসুবিধা নেই। তবু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও তিনি জানান।

জানা গেছে, বিগত কয়েকদিন থেকে তিনি বেশকিছু জায়গায় সক্রিয় ছিলেন। এসব জায়গায় বিভিন্ন নেতা-মন্ত্রী এবং সাধারণ মানুষ তার সংস্পর্শে এসেছেন। এসব সময়ে যারা যারা তার সংস্পর্শে বা কাছাকাছি এসেছেন সবাইকে আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন তিনি।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৬৮৯ জনের। তাতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে সুস্থ হওয়া রোগীর পরিসংখ্যানটা বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত মোট ১০ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।