৩১ জুলাই ২০২০, ১৬:৪৬

ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকে বেশি পছন্দ করে!

  © ফাইল ফটো

বর্তমানে বিশ্ব ফুটবলের তিনজন সেরা খেলোয়ারের মধ্যে নেইমার অন্যতম। ব্রাজিলের সবচেয়ে বড় তারকাও তিনি। তবে নিজ দেশের শিশুদের কাছে নেইমারের চেয়ে বেশি জনপ্রিয় আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আর এমনটা দাবি করেছেন ব্রাাজিলেরই সাবেক ফুটবলার জে রবার্তো।

২০০৬ বিশ্বকাপে খেলা ৪৬ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, ‘পেলে ও ম্যারাডোনার পাশাপাশি ফুটবল ইতিহাসের সেরাদের একজন মেসি। ব্রাজিলে অনেক শিশু আছে, যারা নেইমারের চেয়েও মেসিকে বেশি পছন্দ করে। কারণ মেসি যেভাবে খেলে সেটা ব্রাজিলিয়ানরা খেলাটা যেভাবে খেলে, সেই ধরনের সঙ্গে বেশি যায়।’

এদিকে শোনা যায়, মেসি নাকি তাঁর দেশ আর্জেন্টিনায়ই ততটা জনপ্রিয় নন। সেখানে তাঁর সঙ্গে সব সময় ম্যারাডোনার তুলনা টানা হয়। ম্যারাডোনা একাই আর্জেন্টিনাকে ছিয়াশি বিশ্বকাপ এনে দিয়েছেন, কিন্তু মেসি? এখনো একটা শিরোপাও উপহার দিতে পারেননি। এমনকি ছোটবেলায় আগুনে পুড়ে যাওয়া মুখের ক্ষতটা চিরদিন বয়ে চলা কার্লোস তেভেজও আর্জেন্টিনায় মেসির চেয়ে বেশি জনপ্রিয়। সেই মেসি যদি ব্রাজিলে জনপ্রিয় হন, তাহলে নেইমারের জনপ্রিয়তার লেভেলটা ভাবা যায়!!