করোনায় ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ

  © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাজ্যের ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, গত ৪ মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে এটি ছেড়েছেন।

১০ হাজার মানুষের ওপর ওই জরিপ অনুযায়ী, লকডাউনের সময় ১৬ থেকে ২৯ বছর বয়সী ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ধূমপান ছেড়েছে ২ লাখ ৪০ হাজার। এছাড়াও ৩০ থেকে ৪৯ বছর বয়সী আরও ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে বলে ওই জরিপে উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এক হিসেবে দেখা যায়, এ বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।

এদিকে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ফুসফুসের ক্ষতি করে এমন জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা করোনা ঠেকাতে ফুসফুসের যত্ন নিতে বলছেন। ধূমপান ফুসফুসের মারাত্মক ক্ষতি করে বলে বিশেষজ্ঞরা করোনাকালে ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।


সর্বশেষ সংবাদ