কোরআনের আদলে ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়ে জেলে ব্লগার

ব্লগার এমনা চারকিউ
ব্লগার এমনা চারকিউ  © বিবিসি

কোরআনের আদলে ব্যাঙ্গাত্মক পোস্ট দেওয়ার কারণে এক ব্লগারকে জেলে পাঠানো হয়েছে। তিউনিসিয়ায় করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন দেশটির ব্লগার এমনা চারকিউ।

পোস্টে তিনি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আদলে কোভিড-১৯ নিয়ে ব্যঙ্গ করে লেখেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকে গত মে মাসে তিনি পোস্টটি দেন, যেখানে তিনি স্বাস্থ্যবিধি মানা নিয়েও বিভিন্ন কথা বলেন।

পরে তিউনিসিয়ার কোর্টে ‘ধর্মীয় ঘৃণা ছড়ানোর’ অপরাধে তিনি দোষী প্রমাণিত হন। সেই পোস্টে তিনি হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলেছেন।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক কোটি ৩২ লাখের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩ লাখ রোগী। আর করোনাভাইরাসের কারণে বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে পাঁচ লাখ ৭৭ হাজার মানুষ।


সর্বশেষ সংবাদ