ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  © সংগৃহীত

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে আজ শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারের হয়ে তিন বছর প্রধানমন্ত্রী থাকার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বিবিসির

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে পাঁচ বছরের মেয়াদে সরকার ঢেলে সাজানো কিংবা অন্তত একবার প্রধানমন্ত্রী বদলানো নতুন কিছু নয়।

জানা গেছে, ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর লা আভরের সম্প্রতি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিপে। তবে ম্যাখোঁর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ফিলিপে। তবে নতুন মন্ত্রিপরিষদ গঠনের আগে পর্যন্ত সরকারি দায়িত্বে থাকবেন তিনি।

এদিকে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর তিনি তা গ্রহণ করেছেন।

ফিলিপের পদত্যাগের ঘোষণার পর তার উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। আঞ্চলিক পত্রিকা ওয়েস্ট-ফ্রান্স ইঙ্গিত দিয়েছে, ‘ইইউ ব্রেক্সিটের প্রধান মধ্যস্থতাকারী মাইকেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে’।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছিলেন, করোনাভাইরাস দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তা সামলে উঠতে নতুন মন্ত্রিপরিষদ গঠনের ইঙ্গিত দেন। তারই প্রতিফলন হলো ফিলিপের পদত্যাগের মধ্যে দিয়ে।


সর্বশেষ সংবাদ