করোনামুক্ত আফ্রিদি

  © ফাইল ফটো

করোনামুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আক্রান্ত হওয়ার ১৯ দিন পর স্ত্রী, দুই কন্যাসহ নতুন পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে তার।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ও পরিবারের করোনামুক্ত হওয়ার খবর জানিয়েছেন টুইটারে। টুইটে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগের পজিটিভ ফলাফলের পর আমার স্ত্রী, দুই কন্যাসহ সবাই নতুন পরীক্ষা করিয়েছিলাম। এখন আমরা করোনা মুক্ত।’

আফ্রিদির করোনা আক্রান্ত হওয়ার খবরে অনেকেই তার খোঁজ-খবর নিয়েছেন। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও তার সুস্থতা চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। শুভাকাঙ্ক্ষিদের এমন খোঁজ-খবরে তাদের ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি, ‘আপনাদের সবার ধারাবাহিক শুভকামনার জন্য ধন্যবাদ। সর্বশক্তিমান আপনাদের সবাইকে সুস্থ রাখুন। এখন পরিবারকে সময় দেয়ার পালা।’ ছোট কন্যাটির সঙ্গে ছবি পোস্ট করে আফ্রিদি আরও লিখেছেন, ‘ওকে এভাবে কোলে নিতে না পারাটা মিস করেছি।’

উল্লেখ্য, গত ১৩ জুন করোনা আক্রান্ত হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বৃহস্পতিবার থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। খুব খারাপ বোধ করছিলাম। গায়ে খুব ব্যাথ হচ্ছিল। উপায় না দেখে করোনা পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যবশত রিপোর্ট পজিটিভ এসেছে। দ্রুত সুস্থতার জন্য তোমাদের প্রার্থনা চাইছি, ইন শা আল্লাহ।’


সর্বশেষ সংবাদ