কর মওকুফ, ঘানায় চিকিৎসকদের বেতন ৫০% বেড়েছে

  © ফাইল ফটো

করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে সামনের সারিতে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদো। বিবিসির খবর।

বিবিসি জানিয়েছে, আফ্রিকার দেশটিতে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা আগামী তিন মাস জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর বিশেষ আর্থিক সুবিধা পাবেন। এই তিন মাসে স্বাস্থ্যকর্মীদের বেতন পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করা হবে। এছাড়া বেতনের উপর তাদের করও আদায় করতে হবে না।

প্রসঙ্গত, তিন মাস আগে ঘানায় প্রথম করোনা শনাক্ত হয়। তখন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য এমন প্রণোদনা দিয়েছিল দেশটির সরকার। রবিবার রাতে এক ঘোষণায় সেটি আরও তিনমাস বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট নানা।

এদিকে দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১২ জন। প্রায় তিন লাখের মতো মানুষকে করোনা টেস্ট করিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। আফ্রিকা মহাদেশে সর্বোচ্চ টেস্ট করানো দেশের মধ্যে অন্যতম ঘানা।


সর্বশেষ সংবাদ