করোনা আক্রান্ত শীর্ষ ৫ দেশের তালিকায় ভারত

  © ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যায় তারা করোনায় মৃত্যুপুরী হয়ে যাওয়া ইউরোপের বেশ কয়েকটি দেশকে পেছনে ফেলেছে। আক্রান্তের সংখ্যা বিবেচনায় এই দেশ সেরা পাঁচে উঠে এসেছে।

আজ রবিবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভারতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৪০ জন। মারা গেছেন ৬ হাজার ৯৫০ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্পেনকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ হিসেবে উঠে এসেছে ভারতের নাম। এদিন সন্ধ্যা পর্যন্ত সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৯৭০ জন। স্পেনে তখন আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৪০ হাজার ৯৭৮ জন।

ভারতে সবচেয়ে আক্রান্ত এবং মৃত উভয় দিক থেকেই সবার উপরে রয়েছে মুম্বাই। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। আর মৃত্যুর হিসাবে গুজরাট রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।