করোনায় এ গ্রুপের রক্তে ঝুঁকি ৫০ শতাংশ বেশি

  © ফাইল ফটো

যাদের রক্তের গ্রুপ ‘এ’ (দ্বিতীয় রক্তের ধরন) তারা করোনা আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন। এক গবেষণায় দেখা গেছে- কোভিড-১৯ আক্রান্ত এবং রক্তের গ্রুপ 'এ'-এর মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এমনটিই দাবি করেছেন জার্মান বিজ্ঞানীরা। এর আগে চীনও একই ধরণের দাবি করেছিল।

জার্মানির কিয়েল ইউনিভার্সিটির একদল গবেষক দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখেছেন- যাদের রক্নে গ্রুপ এ তারা করোনাভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অবস্থায় পড়ছেন। অন্যদের তুলনায় এ গ্রুপের রক্তের রোগীদের ক্ষেত্রে অক্সিজেন কিংবা লাইফ সাপোর্ট প্রয়োজন হওয়ার হার ৫০ শতাংশ বেশি।

গবেষকরা ইতালির করোনায় গুরুতর রোগীদের নমুনা সংগ্রহ করেছেন। অন্তত ১৬১০ জন রোগীর নমুনা নিয়ে তারা কাজ করছেন। সেই গবেষণা শেষে তারা এই তথ্য জানিয়েছেন।

সূত্র: ডেইলি মেইল


সর্বশেষ সংবাদ