মদিনার মসজিদে নববী খুলে দিচ্ছে সৌদি

  © ফাইল ফটো

এবার মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান মদিনার মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ নববীর মসজিদে জামায়াতে নামাজ আদায় বন্ধ ছিল। মসজিদটি রবিবার থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

শুরু থেকেই করোনার প্রকোপ মহামারি আকার ধারন করার আগেই লকডাউন কড়াকড়ি আরোপ করে দেশটি। কিন্তু কড়াকড়ি শিথিলের অংশ হিসেবে এ পদক্ষেপের ঘোষণা এলো। জানা গেছে, ধারণ ক্ষমতার ৪০ শতাংশ মুসল্লী উপস্থিত হতে পারবে মসজিদে নববীতে। রবিবার ফজরের নামাজ থেকেই চালু হচ্ছে মসজিদটি। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার জেরে মসজিদে নববী থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। সে কারণে মুসল্লীরা মার্বেলের মেঝেতে নামাজ আদায় করবেন।

নামাজ পড়ার সময় অবশ্য করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে চলার নির্দেশনা রয়েছে। মুসল্লীদের মাস্ক পরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং নামাজ পড়তে আসার সময় নিজের জায়নামাজ নিয়ে আসতে হবে। (সূত্র : আল আরাবিয়্যাহ)


সর্বশেষ সংবাদ