এবার নিজের গড়া দল থেকে বহিষ্কার মাহাথির

  © ফাইল ফটো

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজের গড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার হয়েছেন। পার্লামেন্টের অধিবেশন চলাকালে বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে গিয়ে বসার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। খবর- আল-জাজিরার

বহিষ্কারে বিষয়ে আজ বৃহস্পতিবার ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অফ মালয়েশিয়ার এক বিবৃতিতে জানিয়েছে, মাহাথিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। ক্ষমতাসীন সরকারকে সমর্থন না দেয়ার কারণে মাহাথিরকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এক সময় মাহাথির মোহাম্মদ দেশটির এই রাজনৈতিক দলের সহ-প্রতিষ্ঠাতা এবং দলটির সভাপতির দায়িত্বে ছিলেন। এ বছরের গত ফেব্রুয়ারিতে সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর আগে পর্যন্ত তিনিই ছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী (৯৫ বছর)।


সর্বশেষ সংবাদ