যে কোনো সময় ‘দ্বিতীয় ঝড়’ শুরু হবে : ডাব্লিউএইচও

  © ফাইল ফটো

বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ কমতে থাকায় সেসব দেশ লকডাউন শিথিল করছে। ফলে দ্বিতীয় দফায় নতুন করে দেশগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, বিশ্বব্যাপী প্রথমবার সংক্রমণের মধ্যবর্তী অবস্থায় আছি আমরা। আমরা এমন এক অবস্থায় আছি, যখন এটি যে কোনো সময় পূনরায় ফিরে আসতে পারে।

তিনি বলেছেন, যে কোনো সময় এই ভাইরাসের হানা বেড়ে যেতে পারে। প্রকোপ কমে যাচ্ছে দেখে ভাবলে চলবে না যে, এটি এখন কমেই যাবে। দ্বিতীয় ঝড়ের জন্য বেশ কয়েকমাসের জন্য প্রস্তুত থাকতে হবে। সম্ভবত আমরা দ্বিতীয়বার প্রকোপ শুরুর খুব কাছাকাছি রয়েছি।

উল্লেখ্য চীনেবর উহান থেকে ছড়িয়ে পরার পর এখন পর্যন্ত বিশ্বের ৫৪ লাখের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখেরও বেশি মানুষ।


সর্বশেষ সংবাদ