মাদকসহ শ্রীলঙ্কান ক্রিকেটার আটক

  © ফাইল ফটো

শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন ক্রিকেটার শেহান মাদুশঙ্কা। সেই মাত্র দেড় বছরের ব্যবধানে হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়ে পুলিশের হাতে ধরা পড়লেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার। গতকাল (২৫ মে) সোমবার সরকারিভাবে শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটারের পুলিশের হাতে আটকের খবর প্রকাশ্যে আসে।

২০১৮ সালের জানুয়ারিতে ২৫ বছরের শ্রীলঙ্কার এই ডানহাতি পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে অভিষেকেই বল হাতে বাজিমাত করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিক করে নজির গড়েন মাদুশঙ্কা।

জানা যায়, গত রবিবার (২৪ মে) পান্নালা এলাকায় দুই গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটার। এরপর সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে দু’সপ্তাহ পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন।

দেশের হয়ে একটি ওয়ান ডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলেছেন দ্বীপরাষ্ট্রের এই ডানহাতি পেসার। ২০১৮ সালে বাংলাদেশ সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তরুণ এই ডানহাতি পেসার। তারপর আর শ্রীলঙ্কা দলে ডাক পাননি মাদুশঙ্কা।


সর্বশেষ সংবাদ