করােনাভাইরাস

চিকিৎসা না পেয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন তুর্কি নাগরিক!

এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশ থেকে করোনা আক্রান্ত এক নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে গেলো তুরস্ক। রবিবার (২৪ মে) দুপুরে ওই রোগী ও তার পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, ঢাকাস্থ তুরস্কের দূতাবাস বলছে, যেসব দেশে তুরস্কের নাগরিকরা করোনারভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না, সেখানেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদের দেশে ফিরেয়ে নেওয়া হচ্ছে।

শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে দুটি শিশুসহ চার জনকে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই পরিবারের ঠিক কতজন করোনায় আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও ঢাকার তুরস্ক দূতাবাস।

ঢাকাস্থ তুরস্কের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, তুবা আহসান ও তার বাংলাদেশি স্বামী এবং তাদের তিন বছর বয়সী যমজ সন্তান হুমা ও জিয়াদকে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব দেশে তুরস্কের নাগরিকরা করোনারভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না, সেখানেই  এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদের দেশে ফিরেয়ে নেওয়া হচ্ছে।

দূতাবাস আরও জানায়, এর আগে এপ্রিলে সুইডেনে বসবাসরত ৪৭ বছর বয়সী তুর্কি নাগরিক এমরুল্লাহ গুলুসকেন করোনায় আক্রান্ত হলেও সেখানে সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না। এ কারণে এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইডেন থেকে তাকে দেশে ফিরিয়ে নেয় তুরস্ক।


সর্বশেষ সংবাদ