৯৮ যাত্রী নিয়ে পাকিস্তানে বিমান বিধ্বস্ত

  © দ্য ডন

পাকিস্তানে ৯০ জন যাত্রী ও আট জন ক্রু নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে মডেল কলোনিতে এয়ারবাস এ-৩২০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) বলে জানিয়েছে দ্য ডন অনলাইন। পিআইএ-এর একজন মুখপাত্র আবদুল্লাহ হাফিজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পিকে ৮৩০৩ ফ্লাইটটিতে ৯০ জন যাত্রী ও আট জন ক্রু ছিলেন।

সেটি লাহোর থেকে করাচিতে এসেছিল। এছাড়া যাত্রীদের মধ্যে একটি নিউজ চ্যানেলের অনুষ্ঠান প্রধান আনসার নকভি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আব্দুল্লাহ হাফিজ বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনই বলা সম্ভব নয়। বিমানের ক্রুরা জরুরি অবতরণের বিষয়ে প্রশিক্ষিত ছিলেন। এ ব্যাপারে সঠিক তথ্য প্রদান করা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ