ভয়ঙ্কর শক্তি নিয়ে স্থলভাগে আম্পানের আঘাত, সুন্দরবনে তাণ্ডব

২০ মে ২০২০, ০৫:৪৫ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ PM

© আনন্দবাজার

ভয়ঙ্কর শক্তি নিয়ে স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। ভারতের পশ্চিমবঙ্গের দিঘা-সুন্দরবন এলাকায় এখন তুমুল তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়। ঘরবাড়ি ভাঙছে, উপড়ে পড়ছে গাছপালা। উপকূল এলাকায় বাড়ছে জলোচ্ছ্বাস।

প্রবল বেগে ভারতের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার এক দিক দিয়ে স্থলভাগে ঢুকে পড়ছে ঘূর্ণিঝড় আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন)। দুপুর থেকে ঝড়ের দাপটে বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। কোথাও গাছ ভেঙে পড়ছে। কোথাও আবার ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাবাড়ি।

ঝড়ের দাপট থেকে রক্ষা পায়নি শহর কলকাতাও। বিকাল ৪টা নাগাদ শহরে ঝড়ের বেগ ১০০ কিলোমিটার পেরিয়ে যায়। যদিও তার আগে থেকেই শহরের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়তে শুরু করে। ভেঙে পড়ে রাস্তার পাশের বাতির খুটিও।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আমপানের প্রভাবে মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়। খবর আনন্দবাজার।

এ দিন সকালে পূর্ব মেদিনীপুর, তাজপুর, বকখালি, হিঙ্গলগঞ্জ, মন্দারমণি এবং দিঘাসহ বেশ কিছু এলাকায় ঝড় বইতে শুরু করে। প্রবল ঝড়ে বকখালিতে বেশ কিছু গাছ উপড়ে গিয়েছে। রাস্তার উপর গাছ ভেঙে পড়ে দিঘাতেও। বেশ কিছু কাঁচাবাড়ির চাল উড়ে গিয়েছে কাকদ্বীপে।

আজ বুধবার সন্ধ্যায় সুন্দরবনে পুরোপুরি আছড়ে পড়ার কথা আম্পানের এ সময় ঘূর্ণনের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। তা বেড়ে ১৮৫ কিলোমিটারের আশপাশেও পৌছতে পারে বলে জানা গেছে। কলকাতা, হুগলি, হাওড়া এবং নদিয়াতেও আমপানের পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জরিমানা দেড় লাখ টাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্কে আইসিসি
  • ৩১ জানুয়ারি ২০২৬