২০ মে ২০২০, ১৬:১৯

নাগরিকদের প্রতিদিন ৯০ কেজি করে ‘মল’ দিতে বললেন কিম!

  © ফাইল ফটো

বিশ্বে চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই কিম জং উনের মৃত্যুর গুজব নিয়ে তোলপাড় চলে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ফিরে এসেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। এবার নতুন এক ঘোষণা দিয়ে জন্ম দিলেন আরেক খবরের।

উত্তর কোরিয়ার নাগরিকদের প্রতিদিন মল সরবরাহের নির্দেশ দিয়েছেন তিনি। সে অনুযায়ী প্রত্যেক নাগরিককে প্রতিদিন ৯০ কেজি মল সরবরাহ করতে হবে সরকারকে। আর তা না করলে হবে শাস্তি। রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে ভারতেীয় সংবাদ মাধ্যম নিউজ ক্র্যাব পত্রিকা এ তথ্য জানিয়েছে।

কিমের এ ধরণের হুকুম না দিয়ে আসলে উপায় ছিল না। উত্তর কোরিয়ায় সারের সঙ্কট চলছে দীর্ঘদিন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংঘাতের কারণে তার দেশে সার সঙ্কট দেখা দেয়। সঙ্কট নিরসনে রাসায়নিক সারের কথা ভুলে জৈব সারের দিকে নজর দিতে হচ্ছে কিমকে।

এটি না মানলে যে শাস্তি দেয়া হবে তাও ভিন্ন ধরণেরই বলা চলে। কারাগারে ঢোকানো নয়, এর শাস্তি হলো, কেউ নির্দেশ অমান্য করলে তাকে ৯০ কেজির সঙ্গে অতিরিক্ত ৩০০ কেজি মল দিতে হবে। তা সম্ভব না হলে নগদ টাকা জরিমানা গুনতে হবে। ৯০ কেজি মলের পুরোটা নিজেদের না হলেও পশুর মল দিতে হবে বলে জানানো হয়েছে।