এমন অবস্থাতেই মজবুত হয় বন্ধুত্ব: ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী

  © ফাইল ফটো

কোভিড-১৯-এর বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদজ্ঞাপক টুইটের জবাবে বৃহস্পতিবার তাঁর টুইটে এ কথা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারত এই আপৎকালীন অবস্থায় আমেরিকাকে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বুধবার টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট।

তারই জবাবে এ দিন মোদী লিখেছেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। আমরা একই সঙ্গে এই লড়াইয়ে জিতব।’

এই আপৎকালীন অবস্থায় ভারত আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বুধবার টুইটে লেখেন, ‘এমন অভূতপূর্ব সময়েই বন্ধুত্ব আরও জোরদার হয়ে ওঠে। হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের সিদ্ধান্তের জন্য ভারত ও ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘এই সহায়তার কথা কোনও দিন ভুলব না। শুধুই ভারতকে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য নয়, সভ্যতার এই লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদীকে।’

তার জবাব দিতে গিয়ে এ দিন মোদী তাঁর টুইটে লেখেন, ‘আপনার সঙ্গে আমি একমত। এমন অবস্থাতেই বন্ধুত্ব আরও মজবুত হয়ে ওঠে। ভারত-মার্কিন সম্পর্ক এর আগে এতটা মজবুত হয়ে ওঠেনি কখনও।’ খবর: আনন্দবাজার।


সর্বশেষ সংবাদ