শুধু কালোজিরা ও মধু খেয়ে আমি করোনা থেকে সুস্থ হয়েছি: গভর্নর

  © ফাইল ফটো

সপ্তাহ খানেক আগে করোনায় আক্রান্ত হন তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ। করোনার হাত থেকে বেঁচে ফিরে জানিয়েছেন সেরে ওঠার গল্প। বলেছেন শুধুমাত্র কালো জিরা ও মধু খেয়ে ভোলো হয়েছেন তিনি। তার এমন মন্তব্যে রীতিমত অবাক সবাই। কারন তিনি নাইজেরিয়ার ওয়ো রাজ্যের গভর্নর। তার নাম সেয়ি মাকিন্দে।

সেয়ি মাকিন্দে জানান, করোনার হাত থেকে বাঁচতে শরীরের ইমিউনিটিকে শক্তিশালী করতে হবে। ইমিউনিটিকে শক্তিশালী করার উপাদান আমাদের হাতের কাছেই রয়েছে।

তিনি জানান, ওয়ো রাজ্যের স্বাস্থ্যসেবা বোর্ডের নির্বাহী সচিব ড. মাইদেন ওলাতুনজি আমার হাতে কালোজিরা তুলে দেন। তার সঙ্গে মধু মিশিয়ে দেন তিনি। আমি সেটা খেয়েছি। আর এই প্রাকৃতিক উপাদানগুলোই ইমিউনিটিকে শক্তিশালী করে আর করোনাভাইরাস নির্মূল করে।

তিনি আরো জাানন, মাইদেন ওলাতুনজি কালোজিরা আর মধুর মিশ্রণটি সকালে একবার ও সন্ধ্যায় একবার খেতে বলেন। আমি সেই উপদেশ মেনে চলেছি। আমি এখন ঠিক আছি। সুস্থ অনুভব করছি। আমি এখন করোনা মুক্ত। আমি বলতে চাই, করোনার এই সময়ে আতঙ্কিত হলে চলবে না। চিকিৎসকের উপদেশ মেনে চললে অতি দ্রুত সুস্থ হওয়া যায়।


সর্বশেষ সংবাদ