২৪ ঘন্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি চীনে

  © ফাইল ফটো

চীনের উহান থেকে করোনাভাইরাসের বিস্তার শুরুর পর গোটা বিশ্বে তা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। তবে বাকি বিশ্বে পরিস্থিতি খারাপ হলেও চীনে করোনা পরিস্থিতি এখন বেশ নিয়ন্ত্রণে।

চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত কেউ মারা যায়নি। তবে ৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন দেশটিতে রোগী শনাক্ত হয়েছিল ৩৯ জন।

দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে তবে দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কা রয়েছে বিদেশ থেকে আগতদের মাধ্যমে। তাই দেশটিতে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ রয়েছে।

জানুয়ারিতে লকডাউন শুরু হওয়ার পর গত বুধবার উহান শহরে প্রথমবারের মত মানুষজনকে বাইরে বেরিয়ে আসতে দেয়া হয়। খবর: বিবিসি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি বেশ ভয়াবহ। সেখানে চব্বিশ ঘণ্টায় এক হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে। আর বাংলাদেশে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ৩৫ জন শনাক্ত, মোট শনাক্ত হয়েছেন ১২৩ জন।


সর্বশেষ সংবাদ