করোনায় প্রাণ হারালেন লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী জিবরিল

  © ইন্টারনেট

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল মারা গেছেন। গাদ্দাফিবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে তিনি সারাবিশ্বে পরিচিতি লাভ করেন।

জিবরিলের রাজনৈতিক দল ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্সের (এনএফএ) সেক্রেটারি খালেদ আল-মরিমি জানিয়েছেন, ৬৮ বছর বয়সী রাজনীতিবিদ জিবরিল রবিবার কায়রোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুই সপ্তাহ ধরে সেখানে ভর্তি ছিলেন তিনি।

২০১১ সালে লিবিয়া বিপ্লবে যোগ দেয়ার আগে তিনি মুয়াম্মার গাদ্দাফির অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।ন্যাটো সমর্থিত বিদ্রোহী সরকারের প্রধান হিসেবে লড়াই চালিয়ে যান তিনি। গাদ্দাফির পতনের পেছনে ন্যাটোর বড় ভূমিকা ছিল।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা জিবরিল বিদ্রোহীদের প্রতিনিধি হিসেবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেন। লিবিয়ার মানুষের সঙ্গে গাদ্দাফি ‘প্রতারণা’ করায় নাখোশ ছিলেন তিনি।২০১২ সালে লিবিয়ার সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন জিবরিল।

জিবরিল সেই নির্বাচনে জয় পেয়েও সংখ্যাগরিষ্ঠতার অভাবে টিকতে পারেননি সংসদে। পরের বছরগুলোয় লিবিয়ায় অস্থিরতা শুরু হলে তিনি দেশ ত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ