নিউইয়র্ক

ঘণ্টায় ২৩ জনের প্রাণ নিচ্ছে করোনা

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছে। সে হিসেবে দেশটির এই অঙ্গরাজ্যে প্রতি ঘণ্টায় ২৩ জন মারা গেছেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৯৩৫ জন মারা গেছে। আর গত ২৪ ঘণ্টায় যে ৫৬২ জন মারা গেছে, তা একদিনের হিসাবে সর্বোচ্চ। অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৮৬৩ জনে।

ডেইলি মেইলের প্রতিবেদন আরও বলা হয়েছে, করোনায় নিউইয়র্কে মৃতের সংখ্যা টুইন টাওয়ারে হামলায় নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। ৯/১১-এর ওই বিমান হামলায় ওইদিন ২ হাজার ৭৫৩ জন মারা যান এবং পরবর্তীতে পেন্টাগন ও ইউনাইটেড ফ্লাইট ৯৩ আরেক বিমান হামলায় আরও ২২৪ জন মারা যান।


সর্বশেষ সংবাদ