লকডাউন ভেঙে রাস্তায়, গুলিতে নিহত তরুণ

  © ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন করা হয়েছে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চল। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাড়ির বাইরে আসায় এক তরুণের উপর গুলি চালায় দেশটির সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়। নাইজেরিয়ার ওয়ারি শহরে এই ঘটনা ঘটে। নিহতের নাম জোসেফ পেসুক।

জানা গেছে, নাইজেরিয়ার ডেলটার ওয়ারি শহরেও লকডাউন চলছিল। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হয় জোসেফ পেসুক। এরপর তার উপর গুলি চালায় দেশটির সেনাবাহিনী। এই ঘটনার পর শহরটিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিক, শনিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, নাইজেরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। আর এই মারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দু’শর বেশি। দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে। আর লকডাউন ভেঙে রস্তায় বের হতেই চলে গুলি।


সর্বশেষ সংবাদ