দ্রুত ভ্যাকসিন তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচেও রাজি বিল গেটস

  © সংগৃহীত

করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত তৈরি করার দাবি জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস। আর এ কাজে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি আছেন। মার্কিন টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

তিনি জানিয়েছেন, তার দাতব্য সংস্থার অর্থায়নে ভ্যাকসিন তৈরির জন্য ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। সেখানে অন্তত সাতজন বিশিষ্ট বিজ্ঞানী নিরলসভাবে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, আমরা চাইলেই কেবল দু’জনকে বাছাই করতে পারতাম। কিন্তু আমরা সময় নষ্ট করতে চাই না। সে কারণে সাতজনকেই কাজে লাগাচ্ছি। এজন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি।


সর্বশেষ সংবাদ