চীনের শেনজেনে কুকুর-বিড়াল খাওয়া নিষিদ্ধ

  © ফাইল ফটো

করোনা ভাইরাস ছড়াতে পারে সে আশঙ্কায় চীনের শেনজেন শহর প্রশাসন কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করেছে বলে ব্যাংকক পোস্টের এক খবরে বলা হয়েছে।

নগর প্রশাসন থেকে বলা হয়েছে, ‘অনেকে কুকুর ও বিড়াল পোষেন। অন্যান্য প্রাণীর তুলনায় কুকুর ও বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক অনেক গভীর। উন্নত দেশে, এমনকি হংকং ও তাইওয়ানেও কুকুর, বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ।’ পরে বলা হয়েছে, 'মানব সভ্যতার উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে আমরাও কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করছি।'

গত ফেব্রুয়ারি মাসের শেষেই চীন সরকার সব রকমের বন্যপ্রাণী বিক্রি ও খাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য তৎপর হয় বিভিন্ন প্রাদেশিক সরকার।

শেনজেন শহরের রোগ প্রতিরোধ দপ্তরের ভারপ্রাপ্ত অফিসার লিউ জিয়ানপিং বলেন, এখানকার বাসিন্দাদের জন্য যথেষ্ট পরিমাণে মুরগি, জীবজন্তু ও সি ফুড পাওয়া যায়। বন্য জন্তুর মাংস যে বেশি পুষ্টিকর, এমন কোনও প্রমাণ নেই।

সূত্র- ব্যাংকক পোস্ট।


সর্বশেষ সংবাদ