করোনা মোকাবিলায় নিরুপায় হয়ে জার্মান মন্ত্রীর আত্মহত্যা!

  © স্ট্রেইট টাইমস

জার্মানির হেস অঞ্চলের রাজ্য মন্ত্রী থমাস শেফার আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ মার্চ)  সেখানকার হোচাইম শহরে হাইস্পিড রেল লাইন থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি পড়ে ছিল।ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর: গাল্ফ নিউজ।

বিষয়টি রাজ্যের প্রধানমন্ত্রী ভলকার বউফিয়ার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা শোকাহত, কোনকিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে।

৫৪ বছর বয়সী মন্ত্রী আত্মহত্যা করেছেন বলে ওয়াইসব্যাডেন প্রোসিকিউশন অফিস মনে করছে। ফ্রাঙ্কফুর্টের হেসে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলে ডয়েচে ব্যাংকসহ গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্টান রয়েছে। এছাড়া ফ্রাঙ্কফুর্টে ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান।

মৃত্যুর আগে স্ত্রীর জন্য একটি নোট লিখে গেণে ওই মন্ত্রী। তাতে তার এমন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত রয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, করোনাভাইরাসের বিস্তারের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। মানুষের অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো দেখছিলেন। এ কাজ করতে গিয়ে অবসাদে ভুগছিলেন তিনি। একারণে আত্মহত্যার করতে পারেন থমাস শেফার।

জার্মানিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৫৮ হাজার ২৪৭ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৫৫ জন।


সর্বশেষ সংবাদ