২০ ‘রক্ষিতা’ নিয়ে আইসোলেসনে থাই রাজা

  © সংগৃহীত

২০ জন রক্ষিতাকে সঙ্গে নিয়ে সেল্ফ আইসোলেশনে রয়েছেন থাইল্যান্ডের বিতর্কিত রাজা মহা ভাজিরালংকর্ন। জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন তিনি। ওই হোটেলে তার গুরুত্বপূর্ণ কর্মচারীরাও আছেন। খবর জার্মান ট্যাবলয়েড বিল্ড।

বিল্ড তাদের প্রতিবেদনে বলেছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হেরেম বা রক্ষিতা এবং অসংখ্য চাকরবাকর আছেন। তবে থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি।

রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।ইতোমধ্যে দেশটির টুইটারে '#হোয়াই ডু উই নিড অ্যা কিং' ট্রেন্ডের তালিকায় উঠেছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল শাস্তি দেয়ার বিধান আছে। থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন।


সর্বশেষ সংবাদ