২৬ মার্চ ২০২০, ১৪:১৭

লকডাউন অমান্য করায় দুজনকে গুলি করে হত্যা!

  © সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এর বিস্তার ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে রুয়ান্ডা। তবে তা অমান্য করে বাড়ির বাইরে যাওয়ায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। বুধবার এ ঘটনা ঘটেছে। খবর: ওয়াশিংটন পোস্ট।

রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেছেন, নিহত ওই দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হলে তারা মারা যান।

পূর্ব আফ্রিকা অঞ্চলে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানেই প্রথম করোনাভাইরাস রোধে লকডাউন ঘোষণা করা হয়। সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে রোববার থেকে সেখানে। শুধু জরুরি পরিষেবা চালু রয়েছে।