করোনা: স্পেনে ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু

  © ফাইল ফটো

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হযে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এ ভাইরাসে মৃতের সংখ্যা এটাই সর্বোচ্চ। ২৫ মার্চ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, স্পেনে করোনাভাইরাস পরিস্থিতি দ্রুত আরও খারাপের দিকে ধাবিত হচ্ছে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, ২৫ মার্চ পর্যন্ত স্পেনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০। এর মধ্যে তিন হাজার ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে পাঁচ হাজার জন।

দেশটিতে আক্রান্তদের মধ্যে প্রায় পাঁচ হাজার ৪০০ স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছে।

ইউরোপে ইতালির পরই এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। মাদ্রিদ, কাতালোনিয়াসহ দেশটির বিভিন্ন শহরে আক্রান্ত লোকজনের সংখ্যা বাড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে সাধ্যমতো প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একইসঙ্গে নাগরিকদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সবচেয়ে খারাপ সময় আসতে এখনও বাকি রয়েছে।


সর্বশেষ সংবাদ